দশমী মানেই মা'কে বিদায় জানানোর পালা। একগুচ্ছ মন খারাপ আর ফের এক বছরের অপেক্ষা নিয়েই এই দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা নিরঞ্জনের আগে খেলা হয় সিঁদুর। বসিরহাট টাকির পূবের বাড়িতে বিজয়া দশমীর দিন পূজা শেষ হতেই প্রথা অনুযায়ী মাকে বরণ করার পরে বাড়ির মেয়েরা নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে।
এই সিঁদুর খেলা বহু বছর ধরে চলে আসছে। শুধু বাড়ির মেয়েরাই নয় প্রতিবেশী পাড়ার মেয়ে বউরাও যোগ দেয় তাদের সঙ্গে সিঁদুর খেলায়। সিঁদুর খেলার পর নাচ গানে মেতে ওঠে মহিলারা। টাকির অন্য বনেদি বাড়ির পুজো গুলিতেও সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এদিন সকালে নিয়ম মেনে টাকি পূবের বাড়ির পুজো দালানে মা দুর্গা কে বরণ করে সিঁদুর মাখিয়ে মিষ্টি মুখ করে শুরু হল মায়েদের সিঁদুর খেলা ।একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে নাচের মধ্যে দিয়ে শুরু হল টাকি পুবের বাড়ির সিঁদুর খেলা ।
আজকাল থিম পুজোর রমরমায় দশমীর দিনও অনেকেই প্রতিমা রেখে দেন। কিন্তু প্রথা অনুযায়ী দশমীতে প্রতিমা নিরঞ্জন করার পর মিষ্টি মুখ হবে, তার পরেই বিজয়া। বলা হয় এদিনে মা দুর্গা মহিষাসুর বধে বিজয়ের দিন, তাই এর নাম বিজয়া দশমী। ভারাক্রান্ত বুক নিয়ে ফের শুরু হতে চলেছে আরও এক বছরের অপেক্ষা।