মাওবাদীদের নামে হুমকি দিয়ে দিব্যি উঠছিল টাকা। এমনকি বিভিন্ন এলাকায় রীতিমতো পোস্টার দিয়ে বনধ ডাকা হয়। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে এক হোমগার্ড-সহ গ্রেফতার ৬ জন।
জানা গিয়েছে, ঝাড়গ্রামের একদা মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে সম্প্রতি ফের আতঙ্ক ছড়ায়। মাওবাদীদের নামে ফোন করে হুমকি, চিঠি পাঠানো, টাকা আদায়ের জন্য চাপ দেওয়া – এমন বেশ কিছু কার্যকলাপ ফের দেখা যাচ্ছিল। পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জামবনি থানার হোমগার্ড (Home Guard) বাহাদুর মান্ডিই এর পাণ্ডা। এরপর শনিবার সকালে মাওবাদীদের নামে পোস্টার লাগাতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়ে বাহাদুর। পাশাপাশি গ্রেফতার করা হয় আরও ৫ জনকে। তাদের নাম শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সরেন।
আরও পড়ুন- Amaravati Murder:নূপুর শর্মার বক্তব্য সমর্থনের পর অমরাবতীতে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, এনআইএ তদন্ত
পুলিশ সূত্রে খবর, ধৃত ছ’জনের মধ্যে পাঁচ জন সরাসরি যুক্ত।এদের মধ্যে শিলদার মলয় কর্মকার ভুয়ো স্ট্যাম্প তৈরি করে হাজার টাকা পেয়েছিল। পুলিশ ধৃতদের কাছ থেকে স্ট্যাম্প, একটি দেশি বন্দুক, পঁয়ত্রিশ হাজার টাকা, একটি মোবাইল উদ্ধার করেছে। এরা মোবাইলের সিম বদল করে মানুষকে হুমকি দিত। এদের এদিন শনিবার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলে।