স্কুলের মিড ডে মিলে সাপ! আর তা খেয়ে অসুস্থ বহু শিশু। সোমবার এই অভিযোগ ঘিরে তুলকালাম বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
অভিভাবকদের দাবি, মিড ডে মিলের জন্য যে ডাল রান্না হয়েছিল তাতে একটি সাপ রয়েছে। আর তা খেয়েই শিশুটা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিমাইচন্দ্র দে-কে ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়ূরেশ্বর থানার পুলিশ। পাশাপাশি, ২৫-৩০ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।
ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও দীপাঞ্জন জানা জানিয়েছেন অধিকাংশ পড়ুয়াকেই ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যারা ভর্তি, তারা স্থিতিশীল অবস্থায় আছে।’’ বিষয়টি নিয়ে ৩ জনের তদন্ত কমিটি গড়া হবে বলে জানিয়েছেন তিনি।