রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। জানিয়েছেন, জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারিয়ে গায়ে হাত তোলা উচিত হয়নি তাঁর।
শুক্রবার রাতে নিউটাউনের একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়েছিলেন সোহম। সেখানে ওই রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। সেইসময় গায়ে হাত তোলেন তিনি। CCTV ফুটেজও ওই ঘটনা দেখা যায়। যদিও শুক্রবার রাতেই ঘটনার কথা স্বীকার করে নেন সোহম।
read more- রেস্তরাঁর মালিককে 'মারধর' সোহমের, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ
ক্ষমা চাওয়া প্রসঙ্গে সোহম জানিয়েছেন, তাঁকে এবং তাঁর দেহরক্ষীকে বিনা কারণে কটূক্তি করা হয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও খারাপ কথা বলেছিলেন রেস্তরাঁ মালিক। সেকারণেই তাঁর উপর চড়াও হয়েছিলেন।