গানের সুরে সেই পুরনোর ছোঁয়া । তবে, বদলে গিয়েছে কণ্ঠ । নতুন রূপে মিও আমোরে-র জিঙ্গল । এবার থেকে তা শোনা যাবে সোমলতার (Somlata Acharya) কণ্ঠে । এতদিন, মিও আমোরে-এর (Mio Amore) জিঙ্গলে কণ্ঠ ছিল রূপঙ্করের (Rupankar Bagchi) । কিন্তু, কেকে বিতর্কের পর রূপঙ্করের গাওয়া জিঙ্গল তুলে নেয় সংস্থা । গায়কের সঙ্গে সমস্ত চুক্তিও বাতিল করে দেওয়া হয় ।
সম্প্রতি, নতুন গান নিয়ে এসেছে সংস্থা । সোশ্যাল মিডিয়ায় সেই গান পোস্ট করে সংস্থার তরফে বলা হয়েছে, একই সুর, তবে গানের কথা পাল্টেছে । কণ্ঠও নতুন । নতুন রূপে প্রকাশ্যে এসেছে জিঙ্গল । গানটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “পুরনো সুর নতুন গান, আত্মহারা মন প্রাণ । আপনাদের ইচ্ছে আর আমাদের চেষ্টা মিলিয়ে আমরা হাজির হলাম নতুন গান নিয়ে ।’ এই গান প্রকাশ্যে আসার পরে আরও একবার নেটিজেনদের কটাক্ষের শিকার হন রূপঙ্কর বাগচী ।
আরও পড়ুন, Kanishka Sony : নিজেকেই নিজে বিয়ে করে ট্রোলড 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী, কড়া জবাব কনিষ্কার
কেকে বিতর্কের পর থেকেই রূপঙ্করের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কেক প্যাটিস প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে রেঁস্তোরা । সেই তালিকাতেই ছিল মিও আমোরে । এতদিন, মিও আমোরের গানটা রূপঙ্করের কণ্ঠেই শুনতে অভ্যস্ত ছিল বাঙালি । এখন থেকে মিও আমোরের বিজ্ঞাপনে বেজে উঠবে নতুন কণ্ঠের গান ।