বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেই বাড়ির বিছানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের কামরাবাদ এলাকায়। পুলিশের অনুমান, খুব কাছ থেকে ওই যুবককে হাতে ও পেটে গুলি করা হয়েছে। তদন্ত নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, কামরাবাদের এক বন্ধুর বাড়িতে নিহত যুবক লাল্টু এবং তাঁর আরও তিনজন বন্ধু মাঝে মধ্যেই এসে থাকেন। শুক্রবার রাতে ওই বন্ধুর বাড়িতেই যান লাল্টু। পরে বন্ধুরা দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন তিনি। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
লাল্টুর ওই বন্ধুর দাদা জানিয়েছেন, ঘটনাস্থলে ছিলেন না তিনি। তাঁকে ফোন করে জানানো হয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লাল্টু। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃত দেহের পাশ থেকে দুটো বন্দুকের গুলি এবং খোল উদ্ধার করেছে। ঘটনায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতের মা। কী কারণে ওই যুবককে খুন করা হয়েছে তা জানা যায়নি।