এই প্রচন্ড গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। গরমে প্রায় হাঁসফাঁস অবস্থা সকলেই। কিন্তু লোকসভা ভোটের প্রার্থীদের সেসব ভাবার সময় নেই। গরমে তেতেপুড়েই প্রচার সারছেন। আর তাই প্রচারের পাশাপাশি গরম থেকে বাঁচতে সাঁতার কাটলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই দমদমের ৪ নম্বর ওয়ার্ডে একটি ফ্ল্যাট ভাড়া নেন আশুতোষ কলেজের অবসরপ্রাপ্ত পদার্থবিদ্যার অধ্যাপক। ওই কমপ্লেক্সেই একটি পুল রয়েছে। সেখানেই বুধের দুপুরে কচিকাঁচাদের সঙ্গে সাঁতার কাটেন সৌগত রায়।
আরও পড়ুন - বাড়ির পাশে ক্যামেরা বসিয়ে নজরদারি, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে কোর্টে অর্জুন
লোকসভায় ইতিমধ্যে হ্যাটট্রিক করে ফেলেছেন সত্তরোর্ধ্ব সৌগত। কিন্তু রাজনীতির পাশাপাশি সাঁতারেও যে তিনি বেশ দক্ষ যা তাঁর চিৎ সাঁতার দেখলেই বোঝা যায়।