ভারতীয় ক্রিকেটের মসনদ থেকে মহারাজকে ক্ষমতাচ্যুত করার পিছনে কী রাজনীতি ? এই প্রশ্ন যখন ঘুরছে তখনই কেন্দ্রের শাসক বিজেপিকে দায়ী করল রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। এক টুইটে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেনের অভিযোগ, বোর্ডের সচিব পদে থাকতে পারেন অমিত শাহের ছেলে জয় শাহ। আর সভাপতি পদ থেকে সরতে হল সৌরভকে ? কিন্তু কেন ? কারণ, সৌরভ বাংলার নাগরিক। যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার।
বিজেপির পালটা দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচনকে ঘিরে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, সৌরভ একজন ক্রিকেটার। তিনি রাজনীতিক নন। তাই সৌরভকে রাজনীতিতে টেনে আনা ঠিক নয়। অমিত শাহের নাম জড়িয়ে তৃণমূল অহেতুক এই ঘটনায় রাজনীতি করছে।
১৮ অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচন। ইতিমধ্যেই নতুন সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন আর এক প্রাক্তন রজার বিনি। সচিব পদে বহাল থাকছেন জয় শাহ।