গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন না হলে খোদ বিচারককেই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। এমনই হুমকি চিঠি এসেছে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। ফলে এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, গরুপাচার-কাণ্ডে অনুব্রতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাবিধি চলছে। সিবিআই হেফাজতে থাকা কেষ্টর জামিনের অনুরোধও হয়তো শীঘ্রই জমা পড়বে আদালতে। তবে তার আগেই অনুব্রতের জামিন চেয়ে আরও একটি আবেদন এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। সিবিআই সূত্রের দাবি, একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ‘গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’
আরও পড়ুন- Anubrata Mondal Update: বেনামে কত সম্পত্তি অনুব্রত মণ্ডলের! জানতে বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই
আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী গত ২০ অগস্ট এই হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ। সোমবারই বিষয়টি জেলা জজকে জানান তিনি। পরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও এ ব্যাপারে অবহিত করেন তিনি।