দু'বছর পর ২১ জুলাইয়ের (21st July) সভা । সাজো সাজো রব ধর্মতলায় । শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । তৃণমূল অন্দরে উৎসবের মেজাজ । এরই মধ্যে এবারের ২১ জুলাইয়ের মঞ্চে নতুন চমক দিতে চলেছে তৃণমূল । পোশাকে বিশেষত্ব আনা হয়েছে । অর্থাৎ এবার থাকছে ড্রেসকোড (Dresscode in 21st July) ।
২১ জুলাইয়ের জন্য তৈরি এই বিশেষ ড্রেসকোড সম্পূর্ণ খাদির তৈরি । পুরুষদের জন্য খাদির তৈরি ছাই রঙের পাঞ্জাবি এবং মহিলাদের জন্য খাদির ওড়না । পোশাকে থাকছে দলের প্রতীক (TMC dresscode) । ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই তৃণমূল (Tmc) কর্মীদের হাতে বিশেষ এই পাঞ্জাবি তুলে দেন অভিষেক ।
আরও পড়ুন, Mamata Banerjee: '২১ জুলাই একটা আবেগ', শহিদ দিবসের আগে দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সূত্রের খবর, মন্ত্রী-বিধায়ক থেকে সকল জন-প্রতিনিধিদের এই পোশাকে দেখা যাবে ওইদিন । এছাড়াও, স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ টি-শার্ট তৈরি করা হয়েছে । পাশাপাশি, কোভিডের কথা মাথায় রেখে সকল কর্মী সমর্থকের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ।
ধর্মতলায় এবার রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে । সেকথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police Tightened Security) । জানা গিয়েছে, বৃহস্পতিবার সাড়ে চার হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে শহরে । শহরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ৩০ জন ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার আধিকারিক। পাশাপাশি থাকবেন ৭০ জন অতিরিক্ত কমিশনার (এসি), ১৫০ জন ইনস্পেক্টর-সহ ৭৫০ জন পুলিশ আধিকারিক । শহরের বাকি অংশে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন প্রায় তিন হাজার পুলিশকর্মী । হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, হাজরা, পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশি ব্যবস্থা থাকবে। আচমকা কোনও সমস্যার মোকাবিলার জন্য তৈরি থাকবে তিনটি কুইক রেসপন্স টিম ।