রাজ্যে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাম ও বিজেপির। যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি, তৃণমূল সরকারের দুর্নীতির জন্যই হাইকোর্টের রায়ে মিশে গেল চাল ও কাঁকর। যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে বামেরা সবসময় রয়েছে বলে জানিয়েছেন এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক।
অন্যদিকে, একধাক্কায় এত মানুষের চাকরি হারানোর জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
SSC Verdict: SSC-এর রায়কে দুর্ভাগ্যজনক আখ্যা কুণালের, মমতাকে দায়ী করলেন সুকান্ত
ইতিমধ্যেই এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ঘটনার মাস্টারমাইন্ড বলে অভিযোগ করেছেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের তরফে ইঙ্গিত, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য।