একদিকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরে বিতর্ক, অন্যদিকে আবার দীর্ঘ ৬ বছর পর বিপুল নিয়োগের নির্দেশ। দুই বিপরীতধর্মী পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কমিশনের চেয়ারম্যান বদল করল রাজ্য সরকার।
সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল আগেই। সেই সম্ভাবনাই বাস্তবের রূপ নিল। বদল করা হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যানকে। রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় আপাতত সর্বশিক্ষা মিশনের অধিকর্তা শুভ্র চক্রবর্তী দায়িত্ব সামলাবেন।
চলতি বছরের গত ১৩ জানুয়ারি এসএসসি-র চেয়ারম্যান পদে বসেছিলেন সিদ্ধার্থ। তার চার মাসের ইস্তফা দিলেন তিনি। সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের বেআইনি নিয়োগ বিষয়ে জানতে পেরেছিল কলকাতা হাই কোর্ট। তার ভিত্তিতে পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। কিন্তু রাজ্যের মন্ত্রী শেষমেশ নিজাম প্যালেসে সিবিআই দফতরে যাননি। এ নিয়ে শোরগোল শুরু হতেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ।