সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হল না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। তাঁকে রামপুরে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই সেখানেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি।
কী ঘটেছিল?
সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সেখানে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন অধীর চৌধুরী। ওই এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন। শুক্রবার সকালেই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন তিনি। সূত্রের খবর, ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে আটকে দেওয়া হয়েছে।
BJP-র প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়
এদিকে শুক্রবারই BJP-র একটি দল সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে। ওই দলে কেন্দ্রীয় নেতারাও ছিলেন। যদিও রামপুরে তাঁদেরকেও আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই সন্দেশখালি থেকে ফিরে রাজভবনে যান তাঁরা। রাজ্যপালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এর পাশাপাশি সন্দেশখালি মামলা রাজ্যের বাইরে সরানো নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী ওই মামলা দায়ের করেছেন। একইসঙ্গে সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবিতেও মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।