ওমিক্রন (Omicron) ও কোভিডের (Covid 19) সংক্রমণ বৃদ্ধি নিয়ে সোমবার থেকে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের (West Bengal Govt)। সূত্রের খবর, জারি হতে পারে আংশিক লকডাউন। জেলায় জেলায় দুয়ারে সরকার (Duayre Sarkar) ক্যাম্পও বাতিলের সিদ্ধান্ত। নেতাজি ইন্ডোরে বাতিল ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। ৩ জানুয়ারি থেকে কিছুদিনের জন্য নয়া বিধিনিষেধের কথা জানাতে পারে রাজ্য।
সূত্রের খবর, লোকাল ট্রেনে (Local Train) ভিড় নিয়ন্ত্রণ নিয়ে পদক্ষেপ করবে প্রশাসন। গত বছরের মতো সরকারি ও বেসরকারি অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু হতে পারে। অন্য রাজ্য থেকে আসা যাত্রীদেরও কোভিড নিয়ে কড়া বিধিনিষেধ মানতে হবে। রেস্তরাঁ, পাব, সিনেমাহলেও জারি করা হবে বিধিনিষেধ। ভিড় নিয়ন্ত্রণ করা হবে বাজারগুলোতে। স্যানিটাইজ করা হবে বাজারের এলাকা।
আরও পড়ুন: এক সপ্তাহে বাড়ল কোভিড সংক্রমণ, দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানান, তিনি লকডাউনের পথে হাঁটতে চান না। গত দুবছর লকডাউনে স্তব্ধ হয়েছে অর্থনীতি। তাই কড়া বিধিনিষেধের পথেই হাঁটতে চাইছে প্রশাসন।