শান্তিনিকেতনে পৌষমেলা কি আদৌ হচ্ছে ? বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে চলছে টালবাহানা । দিনকয়েক আগেও শোনা গিয়েছিল পৌষমেলা হবে না । তবে, রাজ্য সরকার জানিয়ে দিল, বিকল্প পৌষমেলার ব্যবস্থা করছে রাজ্য সরকার । শুক্রবার একটি বৈঠকে সেরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানা গিয়েছে, পূর্বপল্লীর মাঠ না পাওয়া গেলে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে হবে মেলা ।
শুক্রবার বৈঠকে বসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায় এবং সভাধিপতি কাজল শেখ । বৈঠক শেষে তাঁরা জানান, বিকল্প পৌষমেলার জন্য বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ চেয়ে আবেদন করা হবে ৷ মাঠ পাওয়া গেলে সেখানেই মেলা হবে । মাঠ না পাওয়া গেলে ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষমেলা ।
জানা গিয়েছে, ৭ পৌষ থেকে শুরু হবে মেলা । উল্লেখ্য, ২০১৯ সালে করোনা এবং তারপর দু’বার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সিদ্ধান্তে পৌষমেলা বন্ধ ছিল। এর জেরে বেজায় সমালোচনার ঝড় ও উঠেছিল।