বড়সর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার হাবড়া থেকে ফেরার পথে মন্ত্রীর গাড়ি পিছনে ধাক্কা মারে ১০ চাকার একটি ট্রাক। তবে এই ঘটনায় সুস্থ আছেন মন্ত্রী। তাঁর কোনও ক্ষতি হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকের গতি কম থাকায় বরাত জোড়ে বেঁচে যান জ্যোতিপ্রিয়। এদিন সন্ধ্যায় দলীয় কর্মসূচি সেরে সল্টলেকে বাড়ির দিকে ফিরছিলেন মন্ত্রী। দেগঙ্গা ও নূরনগরের মাঝে টাকি রোডে তাঁর গাড়ি ওঠার ঠিক আগেই মন্ত্রীর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি সবজি বোঝাই ট্রাক। পুলিশ জানিয়েছে, মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। ঘটনার কিছুক্ষণ পর সল্টলেক ফিরে যান জ্যোতিপ্রিয়।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজের মতো এই রাস্তা দিয়েই হাবড়া থেকে ফিরছিলেন রাজ্যের মন্ত্রী। হঠাৎ করেই ১০ চাকার ট্রাক তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে। পুলিশের দাবি, ট্রাকটি ব্রেক ফেল করেছিল। প্রথমে ট্রাকটি আটক করা হলেও, পরে তা ছেড়ে দেওয়া হয়। প্রথমে স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে আসে পুলিশের বিশাল বাহিনী।
উল্লেখ্য এর আগে এমনই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর গাড়িতে তিনবার ধাক্কা মেরেছিল ট্রাক।