ফের বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়ার অভিযোগ উঠল। অভিযোগ, সোমবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে ঢুকছিল বন্দে ভারত এক্সপ্রেস। সেই সময় হুগলির চন্দনপুরে ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই রেল কর্মীরা পৌঁছন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের চিহ্নিত করাস্র চেষ্টা করছে।
অন্যদিকে একই ঘটনা ঘটে মলদহে। অভিযোগ, সোমবার হাওড়া থেকে আসা বন্দে ভারত এক্সপ্রেস মালদা ঢোকার মুখেও পাথর ছোড়া হয়। যদিও যাত্রীদের একাংশের দাবি, ওই পাথর দিন কয়েক আগেও ছোড়া হতে পারে। এই নিয়ে গত ন'দিনে বন্দে ভারত এক্সপ্রেসে প্রায় চারবার পাথর ছুড়ে ছোড়ার অভিযোগ উঠল।