হাওড়া-জলপাইগুড়ি (Howrah-Jalpaiguri) রুটের প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এফআইআর (FIR) দায়ের। রেলের অ্যাক্ট অনুযায়ী এই এফআইআর দায়ের করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)। রিপোর্ট পাঠানো হয়েছে রেল মন্ত্রককে। এই বন্দে ভারত ট্রেনের সুরক্ষার্থে আর কী কী নিরাপত্তা প্রয়োজন, তাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার সামসি এবং কুমারগঞ্জ যে দুই স্টেশনে পাথর ছোড়া হয়েছিল সেখান থেকেও রিপোর্ট তলব করা হয়েছে। ওই এলাকায় পাঠানো হয়েছে জিআরপি। চালানো হচ্ছে তল্লাশি। এছাড়াও বন্দে ভারতের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এমনকি নিরাপত্তা নিশ্চিত করতে ওই লাইনে রেইকি ইঞ্জিন চালানো হতে পারে বলেও সূত্রের খবর। ওই এক্সপ্রেসে আরপিএফের সংখ্যাও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- উত্তরবঙ্গে ঘোরার প্ল্যান ?আগামী তিনদিনের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন, দেখুন তালিকা
উল্লেখ্য, যাত্রা শুরুর দু'দিনের মধ্যেই আক্রান্ত হয় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-জলপাইগুড়ি রুটের এই প্রিমিয়াম ট্রেনকে লক্ষ করে পাথরবৃষ্টি হয় মালদায়। দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের কাচ ভেঙে যায়। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেনকে লক্ষ করে 'পাথরবৃষ্টি' করা হয়।