মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুণ্ডি ব্লকের কচড়া উচ্চ বিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম অভিজিৎ সরকার।
অভিযোগ, এই ঘটনার জেরে ক্ষোভে শিক্ষকদের মারধর করা হয়। একইসঙ্গে স্কুলের সামনে আগুন জ্বেলে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
কী হয়েছিল?
জানা গিয়েছে, বুধবার ১২ বছর বয়সি ওই ছাত্র নিজের ক্লাসের বাকি ছাত্রদের সঙ্গে মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে ছিল। আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। প্রাথমিক চিকিৎসা করে তাকে ইটাহার গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। স্কুলের গাফিলতির অভিযোগ তুলে শিক্ষকদের মারধর করা হয়।