উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam) কোনও নথি হারিয়ে গিয়েছে ? এবার সেইসব হারিয়ে যাওয়া নথির ডুপ্লিকেট পেতে আর ছুটতে হবে না সল্টলেকে । বাড়ি বসেই ডুপ্লিকেট নথির জন্য আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা । সম্প্রতি সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংসদ (WBCHSE ) ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই ঘোষণা করেছিলেন যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘অনলাইন স্টুডেন্ট পোর্টাল’ চালু করা হচ্ছে। মঙ্গলবার তিনি জানালেন, ওই পোর্টালের মাধ্যমেই এবার ডুপ্লিকেট নথির জন্য আবেদন করতে পারবেন ।
উল্লেখ্য, এত দিন পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার কোনও নথি যেমন রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ইত্যাদি হারিয়ে গেলে সেইসব নথির ‘ডুপ্লিকেট’ পাওয়ার জন্য সরাসরি সংসদের সল্টলেকের দফতরে যেতে হত । এখন থেকে সেটা আর করতে হবে না ।
স্কুলে পঠন-পাঠন অনলাইনে চালু হয়েছে অনেকদিনই । অন্যদিকে, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর । সেক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথক পোর্টালের ব্যবস্থা করে ভর্তি প্রক্রিয়া চলে । সেখান থেকেই আরও এক ধাপ এগিয়ে একটি পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির ব্যবস্থাও করেছে রাজ্য ।