ছাত্র বিক্ষোভের (Student protest) জেরে সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী (Biwasabharati Univiesity)। গত কয়েকদিন ধরেই বিশ্বভারতীর হস্টেল (Hostel) খোলার দাবিতে সরব পড়ুয়া (Student)। সোমবার সকালে তাদের বিক্ষোভ কার্যত দ্বিগুণ হয়। তার জেরে পাঠভবনের (Pathabhavan) গেট টপকে ভিতরে ঢুকে ক্লাস বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে।
এদিন সকালে প্রথমে মিছিল করে বিশ্বভারতীর দিকে আসেন পড়ুয়ারা। নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেওয়ার আগেই পাঠভবনে গেট টপকে ভিতরে চলে যান তারা। ছাত্রীদের আটকানোর চেষ্টা করেছিলেন বিশ্বভারতীর মহিলা নিরাপত্তারক্ষীরা। কিন্তু সেই বাধাও পড়ুয়াদের বিক্ষোভে কার্যত ভেঙে যায়। ফলে নিরাপত্তরক্ষীদের সঙ্গে তাঁদের বচসাও হয়। ধস্তাধস্তি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
হস্টেল খোলার দাবিতে গত কয়েক দিন ধরেই বিশ্বভারতী চত্বরে আন্দোলন করছেন ছাত্র-ছাত্রীরা। তাঁদের অভিযোগ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। অথচ বিশ্বভারতীতে পঠন-পাঠন চালু হলেও খোলেনি ছাত্রাবাস। ছাত্রছাত্রীদের বক্তব্য, হস্টেল না খোলায় তাঁদের অনেককেই বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে। পড়ুয়ারা জানিয়েছেন, এ ভাবে তাঁদের পক্ষে বেশি দিন ক্লাস করা সম্ভব হবে না। সোমবারও এই দাবি নিয়েই বিশ্বভারতী চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন পড়ুয়ারা, পরে তাঁরা মিছিল করে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে যান। গেট ভেঙে ঢুকে পড়েন সেখানে।