সিআইডি হেফাজতে 'গোল্ডেন ডাকু'। বুধবার আসানসোল আদালত থেকে সুবোধ সিংকে নিয়ে কলকাতায় ফিরছেন রাজ্যের গোয়েন্দারা। রাজ্যে প্রতিটি সোনার দোকানে ডাকাতির পিছনে রয়েছে এই সুবোধ সিংয়ের গ্যাং। যদিও সুবোধের দাবি, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। অথচ এই সোমবারই সুবোধের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় এক সিআইডি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। সুবোধ সেই অভিযোগও অস্বীকার করেছেন।
এদিন ফের সুবোধকে আদালতে পেশ করা হয়। এই মাসের ১৭ তারিখ, শুনানির দিন ধার্য করেছেন বিচারক অমৃতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তর ২৪ পরগনার দুই ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই সুবোধ সিংয়ের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছেন সুবোধ।
বিহারের জেল থেকে সুবোধকে রাজ্যে নিয়ে এসেছিল সিআইডি। সেই দিনই তাঁকে আসানসোল আদালতে হাজির করানো হয়েছিল। কিন্তু তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে ২০২২ সালে রানিগঞ্জে গুলিকাণ্ডের মামলায় সুবোধকে ১৪ দিন নিজেদের হেফাজতে পায় সিআইডি।