সরস্বতী পুজোর দিন অন্য রূপে দেখা গেল সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। সাদা গেঞ্জি, সাদা শাল ও ধুতি পরে সকাল সকাল বাগদেবীর আরাধনা বিজেপির রাজ্য সভাপতির। মেয়ে শ্রীময়ী মজুমদারের হাতেখড়িও দিলেন তিনি। বৃহস্পতিবার বালুরঘাট শহরের খাদিমপুরে নিজের বাসভবনে পুজোর আনন্দে মাতলেন তিনি।
এদিন সুকান্তের কনিষ্ঠ কন্যা শ্রীময়ীর হাতেখড়িতে উপহার পাঠান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যপালের আশীর্বাদ পেয়ে খুশি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে 'জয় বাংলা' কেন, অনুযোগ শুভেন্দু অধিকারীর
জানা গিয়েছে, রাজভবনের এক আধিকারিক সুকান্ত মজুমদারের বাড়ি পৌঁছে যান। এক ট্রলি ভর্তি উপহার পাঠানো হয় তাকে। পেন্সিল, কিছু বই ও অন্য পড়ার সামগ্রী ছিল তাতে।