সকাল থেকে শান্তিপূর্ণভাবে পুরনির্বাচন শুরু হলেও বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় বালুরঘাটে(Balurghat Municipality)। বালুরঘাট পুরসভার ২২ নং ওয়ার্ডের ৬৮ নং বুথে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার(BJP MP Sukanta Majumder)।
বিজেপির(BJP) অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে অবৈধভাবে লোক জড়ো করছে তৃণমূল(TMC)। যদিও এই দাবি উড়িয়ে তৃণমূলের(TMC) পাল্টা অভিযোগ, বুথের সামনে দাঁড়িয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার(BJP MP Sukanta Majumder) পুরভোটকে প্রভাবিত করছেন।
আরও পড়ুন- CPM: দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভোট লুট, কমিশনকে চিঠি দিল সিপিএম
পুলিশ(Police) সূত্রে খবর, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদাসতর্ক রয়েছেন তাঁরা। তৃণমূলের(TMC) অভিযোগ পাওয়ার পরেই বিজেপি সাংসদকে(BJP MP) ওই বুথের সামনে থেকে সরিয়ে নিয়ে যেতে আসেন নির্বাচন কমিশনের আধিকারিক এবং বালুরঘাট থানার(Balurghat Police Station) আইসি। যদিও পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি যে সেখান থেকে নড়বেন না, তা স্পষ্ট করে দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার(BJP MP Sukanta Majumder)।