বৃহস্পতিবার বগটুই(Bagtui Genocide) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) দারস্থ হয় তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। পরে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) জানান যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বগটুই-কাণ্ডের সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই জানিয়েছেন। কিন্তু তৃণমূল সাংসদের সেই বক্তব্যকে 'অসত্য' বলে তোপ দাগলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার(Sukanata Majumdder)। তদন্ত শেষ হওয়ার আগে এই ধরণের মন্তব্য করার মানুষই নন অমিত, জানান সুকান্ত।
বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে যান ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র ও মৌসম বেনজির নুর। সেখানে তৃণমূল(TMC) অভিযোগ করে, বগটুই কাণ্ডে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। রাজ্যপালের বিরুদ্ধে সাংবিধানিক সঙ্কট তৈরির অভিযোগও আনেন সুদীপরা। রাজ্যপালের অপসারণের দাবি জানানোর পরে তৃণমূল প্রতিনিধিরা জানান, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সুদীপ বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাস করেন, এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। তবে ঘটনা অত্যন্ত নৃশংস।”
বগটুই কাণ্ডে তৃণমূলের(TMC) দাবিতেই অমিতের সায় দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। তারপরেই আসরে নামেন বঙ্গ বিজেপির নেতারা। সুকান্ত বলেন, ‘‘অমিত শাহ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নন। তদন্ত হওয়ার আগেই কোনও ঘটনা নিয়ে মন্তব্য করার মানুষ নন তিনি। এটা মিথ্যা রটানো হচ্ছে।’’