Sukanta Majumder warns TMC : 'একই মাঠে খেলা হবে', বারাসাতের কর্মিসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

Updated : Aug 23, 2022 12:14
|
Editorji News Desk

এবার তৃণমূল যদি একটাও হিংসার ঘটনা ঘটায়, তবে বিজেপিও চুপ করে বসে থাকবে না। বারাসাতে দলীয় কর্মসূচি থেকে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত একটি বাইক রালির সূচনা করে এই দাবি করেন সুকান্ত। তাঁর আরও অভিযোগ, ১৬ আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনা ঘটেছিল। সেই একইদিনে তৃণমূল খেলা দিবস ঘোষণা করেছে। সুকান্তর কথায়, তাঁরা এই আশঙ্কার কথা রাজ্যপােকে জানিয়েছেন। এবার যদি কোন হিংসা হয়, তবে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। একই সমতলে খেলা হবে, পুলিশ সরিয়ে খেলা হবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির। 

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই ফের একবার রাজ্যপালের দারস্থ রাজ্য বিজেপি। রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যপাল লা গণেশনের সঙ্গে কথা। দুর্নীতি ইস্যুতেও কথা হয়। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে রাজ্য জুড়ে। প্রতিনিধি ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালও। 

সাংবাদিকদের সামনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা আশঙ্কিত। তৃণমূল আমাদের ওপর হামলা চালাচ্ছে। গত বছর থেকে আমরা এই ঘটনা দেখে আসছি। আমাদেরও ধৈর্য্যের একটা সীমা রয়েছে। আমরা কিন্তু এরপর প্রতিরোধ গড়তে বাধ্য হব। এরপর বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে।” 

আরও পড়ুন- Siliguri News : শিলিগুড়িতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

পাশাপাশি, নবান্ন অভিযান নিয়েও মুখ খোলেন সুকান্ত। জানান এই বিষয়ে তাঁদের বৈঠকে কর্মসূচি ঠিক হবে। উল্লেখ্য, তৃণমূলের প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “চোর বাঁচাও আন্দোলন চলছে। বাধ্য হয়ে পথে নামতে হচ্ছে।” 

bjp west Bengaltmc bjp clashWest BengalRaj Bhavan

Recommended For You

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু