Sukanta Majumder warns TMC : 'একই মাঠে খেলা হবে', বারাসাতের কর্মিসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

Updated : Aug 23, 2022 12:14
|
Editorji News Desk

এবার তৃণমূল যদি একটাও হিংসার ঘটনা ঘটায়, তবে বিজেপিও চুপ করে বসে থাকবে না। বারাসাতে দলীয় কর্মসূচি থেকে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত একটি বাইক রালির সূচনা করে এই দাবি করেন সুকান্ত। তাঁর আরও অভিযোগ, ১৬ আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনা ঘটেছিল। সেই একইদিনে তৃণমূল খেলা দিবস ঘোষণা করেছে। সুকান্তর কথায়, তাঁরা এই আশঙ্কার কথা রাজ্যপােকে জানিয়েছেন। এবার যদি কোন হিংসা হয়, তবে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। একই সমতলে খেলা হবে, পুলিশ সরিয়ে খেলা হবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির। 

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই ফের একবার রাজ্যপালের দারস্থ রাজ্য বিজেপি। রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যপাল লা গণেশনের সঙ্গে কথা। দুর্নীতি ইস্যুতেও কথা হয়। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে রাজ্য জুড়ে। প্রতিনিধি ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালও। 

সাংবাদিকদের সামনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা আশঙ্কিত। তৃণমূল আমাদের ওপর হামলা চালাচ্ছে। গত বছর থেকে আমরা এই ঘটনা দেখে আসছি। আমাদেরও ধৈর্য্যের একটা সীমা রয়েছে। আমরা কিন্তু এরপর প্রতিরোধ গড়তে বাধ্য হব। এরপর বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে।” 

আরও পড়ুন- Siliguri News : শিলিগুড়িতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

পাশাপাশি, নবান্ন অভিযান নিয়েও মুখ খোলেন সুকান্ত। জানান এই বিষয়ে তাঁদের বৈঠকে কর্মসূচি ঠিক হবে। উল্লেখ্য, তৃণমূলের প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “চোর বাঁচাও আন্দোলন চলছে। বাধ্য হয়ে পথে নামতে হচ্ছে।” 

tmc bjp clashWest BengalRaj Bhavanbjp west Bengal

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে