সাগরদীঘী উপনির্বাচনের প্রচারে গিয়ে এবার বিপাকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একজনের ছাগল পিষে দেওয়ার অভিযোগে সাগরদিঘিতে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ল সুকান্ত মজুমদারের কনভয়। তাঁর গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবশেষে পুলিশের মধ্যস্থতায় ৫ হাজার টাকা জরিমানা দিয়ে শেষমেশ ছাড়া পান সুকান্ত বাবু। বিজেপির দাবি, মরা ছাগলকে কনভয়ের সামনে ফেলে রেখে এই মিথ্যে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে 'নিম্নরুচির' রাজনীতি করার অভিযোগ আনেন সুকান্ত।
এদিকে, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের গাড়ি লক্ষ করে ইট-বোমা মারার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে কোচবিহারের বুড়িরহাট। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান, সে সময় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়।