সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি- (summer vacation in school) বাড়তে পারে ১৫ দিন। এত দিন ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল। আরও ১৫ দিন বাড়ানো হলে গোটা জুনই ছুটির আওতায় এসে যাবে। আজই নির্দেশিকা জারি করতে পারে স্কুল শিক্ষা কমিশন (School education commission)।
দক্ষিণবঙ্গে বর্ষার নামগন্ধ নেই। রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে গরমের ছুটি বাড়ানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
Pratyusha Garimella death : প্রত্যুষার শরীরে বিষের উপস্থিতি, মানসিক অবসাদের জেরেই কি আত্মহত্যা ?
পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা কমিশন। রাজ্যের নানান প্রান্তে প্রখর গরমে অসুস্থতার কথা শোনা গিয়েছে।
এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় গরমের ছুটি ১৫ মে থেকে এগিয়ে এনে শুরু হয় ২ মে। ছুটি দেওয়া হয় টানা ৪৫ দিন। এত লম্বা ছুটির বিরোধিতা করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন।