বছর শেষে পর্যটকদের উপচে পড়া ভিড় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। একদিকে সাপ্তাহিক ছুটি (Weekend), অন্যদিকে বর্ষবরণের (New Year) আনন্দ। সব মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভিড় জমে গিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবনে (Sundarban)।
শনিবার সকাল থেকেই তিল ধারণের জায়গা নেই হোটেলগুলিতে। লঞ্চ সফরে সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলে একাধিক পর্যটকের আনাগোনা। দু'দিনের প্যাকেজে বেশ ভিড় ক্যানিং, সোনাখালি, গোসাবা বা গদখালিতে। ঝড়খালি, সজিনাখালি, পীরখালিতেও ভিড় পর্যটকদের। দিন দুয়েক আগেই বাঘের দর্শন পাওয়া গিয়েছে, এছাড়া ম্যানগ্রোভের অসাধারণ সৌন্দর্য তো রয়েছেই। সব মিলিয়ে পর্যটকদের আগমন আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় হোটেলকর্মীরা।
আরও পড়ুন- বছর শেষের উদযাপন, শহরের কোথায় একমুখী যান চলাচল,থাকছে না পার্কিং, জেনে নিন
এছাড়াও সুন্দরবনের সজনেখালি, ঝড়খালি, পাখিরালা, ক্যানিং সর্বত্রই পর্যটকদের ভিড়। কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই পৌঁছেছেন সুন্দরবনের বিভিন্ন দ্বীপগুলিতে। ট্রেন, বাস, নদীর খেয়া ঘাটে দেখা যাচ্ছে লম্বা লাইন। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে চলাচলকারী লঞ্চ এবং ভুটভুটিতে টুরিস্টরা ভ্রমণে বেরিয়ে পড়েছেন সকাল থেকেই।