বিজেপির ডিসেম্বর রাজনীতি(BJP's December Politics) নিয়ে রাজ্যজুড়ে এখন জোর জল্পনা। তার মাঝেই শুভেন্দু অধিকারী ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখের কথা বলতেই মুখ খুললেন তৃণমূল নেতারা। কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি(TMC Leader Suprakash Giri) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘১২ তারিখ বিয়ে বাড়ি, ১৪ তারিখ বউ ভাত আর ২১ তারিখ হানিমুন।’ শুভেন্দুর প্রতি এই কটাক্ষের জবাবে সুর চড়িয়েছে বিজেপিও। সুপ্রকাশকে পাল্টা তোপ দেগে পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি অসীম মিশ্র(East Midnapore BJP) বলেন, ‘বিয়ে বাড়ি হল জেরা, বউ ভাত হল কোর্টে পেশ করা আর হানিমুন হল জেরার পর জেল হেফাজত(Jail Custody)।’
বিজেপির এই 'ডিসেম্বর রাজনীতি' নিয়ে আগেও সুর চড়িয়েছে তৃণমূল(TMC on BJP)। কুণাল ঘোষ(Kunal Ghosh) বৃহস্পতিবার বলেন, ওই তিনদিনের মধ্যে যদি কেন্দ্রীয় সংস্থার কোনও তৎপরতা দেখা যায়, তাহলে বোঝা যাবে, বিজেপি নেতাদের(BJP Leaders) কথাতেই সংস্থাগুলি কাজ করছে। পাশাপাশি, বিরোধী দলনেতাকে 'মানসিক অবসাদগ্রস্ত’ বলেও কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন- Kolkata Road Accident: চিংড়িহাটার গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে মৃত এক মহিলা, বাকিদের অবস্থাও গুরুতর
ডিসেম্বরে বড় কিছু হতে চলেছে, এমন ইঙ্গিত বিগত বেশ কিছুদিন ধরেই দিচ্ছিলেন বিজেপির নেতারা। এবার তারিখ বেঁধে দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনটি তারিখের কথা উল্লেখ করলেন তিনি। বললেন, ১২, ১৪, ২১। শুভেন্দুর মতে, এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। এর বেশি খোলসা করে না বললেও শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।