শাহরুখ নয়, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হোক সৌরভকে। সোমবার এই দাবি তুললেন বিরোধী দলনেতা। আগেই সৌরভ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। মহারাজ রাজনীতির স্বীকার বলেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। এবার সেই আক্রমণের জবাব দিলেন শুভেন্দু।
সোমবার উত্তরবঙ্গের বিমান ধরার আগে দমদমে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অমিত শাহের ছেলে যখন বোর্ডে আছেন, তখন সৌরভকে কেন বাদ দেওয়া হয়েছে। এরপরেই সোমবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক ডাকেন শুভেন্দু অধিকারী। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি তোলেন তিনি।
প্রেস ক্লাবে শুভেন্দুর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে শাহরুখ খানকে সরান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে? শাহরুখ খান কেন থাকবেন? সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকা দরকার। পাশাপাশি, তাঁর দাবি, মুখ্যমন্ত্রী অযথা রাজনীতি করছেন। সোমবার শুভেন্দুর আরও জানান, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্রীড়া জগতকে শেষ করে দিয়েছেন।'