কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্মঘটের আগের দিনই এবার আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বিধানসভা থেকে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, ধর্মঘটকে ভাঙতে ইতিমধ্যেই স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিচ্ছে তৃণমূল। ধর্মঘটকে ভাঙতে শাসক দলের ছাত্রনেতাদের কাজে লাগানো হচ্ছে বলেও অভিযোগ শুভেন্দুর। শুভেন্দুর আহ্বান, শুক্রবারের ধর্মঘটে সামিল হতে চেয়ে কোনও সরকারি কর্মচারী বাধার সম্মুখীন হলে বিজেপির পাশাপাশি তিনি স্বয়ং তাঁদের পাশে থাকবেন বলেও জানান রাজ্যের বিরোধী দলনেতা।
অন্যদিকে, এই ধর্মঘটকে বানচাল করতে কড়া ভাষায় বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। শুক্রবার সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পাশাপাশি প্রত্যেক কর্মচারীকে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, শুক্রবার কর্মচারীদের ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি গ্রাহ্য হবে না বলেও সাফ জানিয়েছে নবান্ন। সরকারি কর্মচারীদের হাফ ডে ছুটিতেও কোপ পড়েছে। এর অন্যথায় ডায়েস নন বা ব্রেক ইন সার্ভিসের কথা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।