লোকসভা ভোটের আগেই CAA কার্যকর হবে। ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে জোরালো সওয়াল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মতুয়া ভোটে শান দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা জানান, "২০২১ সালে ৮ ফেব্রুয়ারি, ঠাকুরনদরে অমিত শাহের সভায় থাকার সৌভাগ্য হয়েছিল।" শুভেন্দু জানান, কোভিডের টিকাকরণ শেষ হয়ে গেলে সিএএ চালু হবে। এমনই তাঁকে জানিয়েছিলেন অমিত শাহ।
আরও পড়ুন: বর্ষবরণের রাতে 'কড়া' লালবাজার, বাইক বাহিনীর 'তাণ্ডব' রুখতে ৯৭টি পয়েন্টে নাকা
শিলিগুড়িতেও একই কথা জানান তিনি। শুভেন্দু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছেন, আইন তো হয়ে গিয়েছে। কার্যকর করা শুধু সময়ের অপেক্ষা।