বিজেপি বিধায়ক হিরণের পর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেবের সিনেমায় গরুপাচারের টাকা প্রসঙ্গে সোচ্চার নন্দীগ্রামের বিধায়ক। তাঁর অভিযোগ, "এনামুলের (Enamul Haque) থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছে দেব।" উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূলের অভিনেতা-সাংসদ দেব। দীর্ঘ ৫ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব।
তবে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, "একজন অভিনেতার বৈধ আয় নিয়ে প্রশ্ন কীভাবে তুলছে শুভেন্দু। সুদীপ্ত সেন তো নিজে জানিয়েছে, শুভেন্দু ওঁর থেকে ৭ কোটি টাকা নগদে নিয়েছে।" পাশপাশি, শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে 'চোরের মায়ের বড় গলা' বলেও সুর চড়ান তৃণমূল মুখপাত্র।
আরও পড়ুন- West Bengal weather Update: ভোর বেলা শিরশিরানি, বেলা বাড়লেই উধাও ঠান্ডা, কবে পড়বে শীত?
সম্প্রতি দেবকে নিয়ে মুখ খোলেন তাঁরই এককালের সহ-অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ। তিনি বলেন, "গোরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে।" এর প্রতিবাদ জানান দেব। তিনি জানান, "আমার কাছে রাজনীতি মানে হল মানুষকে শান্তিতে রাখা। কয়েকটা গরম গরম কথা বলে দিলাম দুটো দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল এটা হয় না।"