বগটুইয়ের ক্ষতিপূরণের টাকা কেন্দ্রের মিড ডে মিলের প্রকল্প থেকে দিয়েছে রাজ্য সরকার। বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার টুইট করে তিনি ট্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে।
যদিও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, নিজেকে হাসির খোরাক করছেন শুভেন্দু। বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, "পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। রোজ যদি এমন পাগলামির উত্তর দিতে হয়, তা হলে আমাদের কোনও কাজ করতে হবে না।"
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "একজন রাজনৈতিক ব্যক্তি কীভাবে দিনের পর দিন নিজেকে হাসির খোরাক করে তুলতে পারেন, লোডশেডিংয়ে জেতা দলবদলু বিরোধী দলনেতা তারই উদাহরণ। মিড ডে মিলের টাকাও কেন্দ্রের সরকার দেয়নি। এসব না করে উনি বলুন, মিড ডে মিলের বরাদ্দটা বাড়াতে। ছাত্র পিছু যে টাকা দেয়, তাতে বাচ্চাদের খাবার হয় না।"