অভিষেক-শুভেন্দু(Abhishek-Suvendu Clash) দ্বৈরথে সরগরম রাজ্য রাজনীতি। কাঁথিতে অভিষেকের সভার রেশ মিটতে না মিটতেই ফের সেখানেই সভা ডাক শুভেন্দুর(Suvendu Adhikari)। বিজেপি সুত্রে খবর, অভিষেকের ছোড়া ১৫ দিনের চ্যালেঞ্জের 'জবাব' দিতেই পাল্টা সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা। চলতি মাসের ২১ তারিখ ওই সভা করতে চান শুভেন্দু, বিজেপি(BJP West Bengal) সূত্রে খবর এমনটাই।
প্রাথমিকভাবে খবর, কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে এই সভার অনুমতি চেয়েছে বিজেপি। শুভেন্দু-গড়ে অভিষেকের এই সভাকে ভালভাবে নেয়নি জেলা বিজেপি(BJP West Bengal)। ফলে শুভেন্দুর এই পাল্টা সভায় পঞ্চায়েত ভোটের মুখে বিজেপি কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও(Abhishek Banerjee) কড়া বার্তা দেওয়া হবে বলেই মত রাজনীতির কারবারিদের।
অন্যদিকে, একইদিনে ডায়মণ্ড হারবারে সভা করেন শুভেন্দু(Suvendu Adhikari)। কিন্তু স্বভাবতই অভিষেক-গড়ে সভা তেমন সাফল্য পায়নি বিজেপি(BJP West Bengal)। রাজ্যের বিরোধী দলনেতার সভায় ভিড় না হওয়ার দোষ বিজেপি তৃণমূলের(TMC-BJP Clash) ওপর চাপিয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, সভায় আসার পথে একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা(TMC Goons)।