রবিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'একপেশে' আচরণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ আট বিরোধী দলনেতা। এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই দুই অভিযোগের ভিত্তি আলাদা। প্রধানমন্ত্রীকে শুভেন্দুর নালিশ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই সমীহ করে চলছে। ফলে যথাযথ দায়িত্ব পালন থেকে বিচ্যুত হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে সারদা মামলায় মমতার ভূমিকা নিয়ে প্রশ্নবাণে সিবিআইকে বিদ্ধ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
উল্লেখ্য, রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা অভিযোগ জানান, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পর থেকেই বেছে বেছে বিরোধীদের ওপর সিবিআই-ইডি এবং আয়কর কর্তারা হানা দিচ্ছেন। কিন্তু সেই বিরোধী নেতারা বিজেপিতে যোগ দিলেই এই হানা বন্ধ হয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের কথা তুলে ধরা হয়। চিঠিতে উঠে আসে মন্ত্রী মণীশ সিসোদিয়ার কথাও।
আরও পড়ুন- Guskara Road Accident: বেপরোয়া গতির জের, গুসকরায় বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পুলিশ ভ্যান, মৃত ১
অন্যদিকে, সোমবারই ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক সাংসদ। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা।