Suvendu Adhikari: হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

Updated : Apr 11, 2022 22:59
|
Editorji News Desk

হাঁসখালি ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি জানান, "হাঁসখালির নির্যাতিতা বা আনিসদের কি ইঁদুর মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়! (Mamata Banerjee)" সোমবারই একটি সরকারি অনুষ্ঠানে হাঁসখালির ঘটনা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিকে এদিন হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, মঙ্গলবার হাঁসখালিতে নির্যাতিতার (Hanskhali Victim) পরিবারের সঙ্গে দেখা করতে যাবে বিজেপি প্রতিনিধি দল।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, "যারা বাংলার মেয়ে বলে ভোট দিয়েছেন, তারা বুঝবেন এবার। আমি তো বারেবারে বলেছিলাম। গত ১১ বছর পুলিশ ও স্বরাষ্ট্র দফতরকে শেষ করেছে। আজ একটা অরাজনৈতিক সরকারি প্রোগ্রাম, সেখানে গিয়ে রাজনৈতিক ভাষণ। প্রেম ছিল, প্রেগনেন্ট হয়েছিল। আমার বিরাট মহিলা বাহিনী আছে।" শুভেন্দু অধিকারী বলেন, "যদি আসিফ খান, ঝালদার কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু, পাটিহাটির ঘটনা যদি ইঁদুরের সঙ্গে তুলনা করা হয়, রামপুরহাটের বগটুইয়ে ৯ জন সংখ্যালঘু মহিলা ও দুজন শিশুর মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলনা হয়, তবে নর্থ কোরিয়ার মতো কোনও প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে শাসন করছেন।

আরও পড়ুন:  'সব কিছুতে তৃণমূলকে টানা কেন', হাঁসখালির ঘটনা নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার বিজেপির একটি দল হাঁসখালিতে যাবেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন। শুভেন্দু অধিকারী জানান, "প্রমাণ লোপ করে দেওয়ার জন্য এসব করে দেওয়া হয়েছে। এর থেকে বড় অন্যায় বা পাপ আর কিছু হতে পারে না। ওই এলাকার বিধায়ক আশিস বিশ্বাস, পাশ্ববর্তী এলাকার বিধায়ক মুকুটমণি অধিকারী, তারা পুরোপুরি যোগাযোগ রেখেছিল।বাড়ির লোককে প্রত্যেকদিন হাঁসখালি থানা নিয়ে যাচ্ছে। আমরা বাড়ির লোকের সঙ্গে দেখা করার চেষ্টা করব। থানায় থাকলে থানায় গিয়ে দেখা করব।পরিবার যদি সিবিআই তদন্ত চায়, তাহলে দাবি করা হবে।"

BJP MLASuvendu AdhikaryAssemblyBR Ambedkar

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে