রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ প্রয়াত। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন থেকেই তিনি ভুগছিলেন তিনি। বরুণ মহারাজ নামেই খ্যাত তিনি। শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি প্রয়াত হন। রবিবার বেলুড় মঠে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। ৮ টা পর্যন্ত শায়িত থাকবে তাঁর দেহ৷ এরপর রাত ৯ টায় সেখানেই শেষকৃত্য। মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
IPL 2023 MI Vs RCB : রবিবারের বড় থ্রিলার, আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস ও আরসিবি
শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “তাঁর মৃত্যুতে রামকৃষ্ণ মঠ ও মিশন তথা বৃহৎ জনজীবনে গভীর আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শূন্যতার সৃষ্টি হল। এ ক্ষতি অপূরণীয়। আমি তাঁর সকল অনুগামী, ভক্তবৃন্দ ও ছাত্রবৃন্দকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
২০০৭ সাল থেকে মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিলেন বরুণ মহারাজ। এরপর ২০১২ সালে তিনি মঠ ও মিশনের সহ অধ্যক্ষ হন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ছাত্রমহলে।