গোটা দেশের মতো এই রাজ্যেও সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের (Swami ViVivekananda) জন্মদিন। তাতে অংশ নিয়েছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।
বিজেপির রাজ্য দফতর ৬, মুরলীধর সেন লেনে বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভার্চুয়াল বক্তৃতা শোনেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: National Youth Day: বিবেকজয়ন্তীতে স্বামীজির প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য মোদী-মমতার
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে ওঁর কলকাতার বাসভবনে গিয়ে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ পুজোয় অংশ গ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এর পর স্বামীজির বাসভবনে ভারত সরকার ও রামকৃষ্ণ মিশনের যৌথ ব্যবস্থাপনায় নব নির্মিত আর্ট গ্যালারির শুভ উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।