নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন পুরসভার উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন। তপনবাবু পুরুলিয়ার ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। গত পুরভোটের ফল প্রকাশের পর তাঁকে খুন করা হয়।
উল্লেখ্য, তপনবাবুর খুনের ঘটনার সিবিআই তদন্ত চলছে। শুক্রবার তপনবাবুর বাড়িতে বৈঠক করেন কংগ্রেস নেতারা। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেন তপনবাবুর ভাইপো মিঠুন উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন। দলের এই সিদ্ধান্ত মেনে নেন তপনবাবুর স্ত্রী। দলের এই সিদ্ধান্তের পর মিঠুন বলেন, “কাকার অসম্পূর্ণ কাজ শেষ করাই আমার দায়িত্ব।”
Tapan Kandu Murder: তপন কান্দু হত্যায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
গত বৃহস্পতিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের পাশাপাশি ভোট হবে পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে, উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবং হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তৃণমূল নেতা অনুপম দত্ত (Anupam Dutta)। তাঁকেও খুন করা হয়। এবার সেখানে তৃণমূলের টিকিটে লড়ছেন তাঁর স্ত্রী মীনাক্ষী।