Purulia News : পুরুলিয়ার ঝালদায় তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ, অস্বীকার তৃণমূলের

Updated : Apr 24, 2022 18:11
|
Editorji News Desk

পুরুলিয়ার (Purulia) ঝালদায় ফের তৃণমূলের (Tmc) বিরুদ্ধে অভিযোগ তুলল প্রয়াত কংগ্রেস (Congress) কাউন্সিলার তপন কান্দুর (Tapan Kandu) পরিবার। এবার অভিযোগ তপনের ছেলে দেব কান্দুকে (Deb Kandu) খুন করার হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা ভীম তিওয়ারি (Bhim Tiwari)। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ভীম তিওয়ারি। এমনকী, তপনের পরিবারের এই অভিযোগ মানতে চায়নি পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বও।

শনিবার সকাল সাড়ে নটার সময় বাজার গিয়েছিলেন প্রয়াত কংগ্রেস কাউন্সিলরের ছেলে বছর উনিশের দেব কান্দু। তাঁর অভিযোগ, পথ আটকে ভীম তাঁকেও জানে মারার হুমকি দেন। এমনকী ভীম তাঁকে শাসায় বলেও অভিযোগ। দেবের অভিযোগ, ভীম তাঁকে বলেন, ‘‘তোরা অনেক বেড়েছিস। তপনের একটাই ছেলে। ও তো গেল। এর পর তুইও যাবি। আমাদের তোরা চিনিস না। সতর্ক হয়ে যা। না হলে বিপদ আছে।’’ এই ঘটনায় স্বাভাবিক ভাবে তিনি ভীত বলেই দাবি দেব কান্দুর।

পাল্টা দাবিতে তৃণমূল নেতা ভীম তিওয়ারি জানিয়েছেন, এই সব অভিযোগ মিথ্যা। তাঁর সঙ্গে তপন কান্দুর ছেলের দেখা হয়নি বলেও দাবি করেছেন ভীম। তাঁর দাবি, ঝালদা শহরে এখন অনেক সিসি ক্যামেরা আছে, সেগুলি খতিয়ে দেখা হোক। কোন বাজারে তাঁর সঙ্গে দেবের দেখা হয়েছিল। এবং তিনি দেবকে হুমকি দিয়েছেন, তা সিসি ক্যামেরার ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে বলেও দাবি ভীমের।

এদিকে ছেলেকে হুমকি দেওয়ার ঘটনায় তৃণমূল নেতা ভীম তিওয়ারিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তপন কান্দুর স্ত্রী ও কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। এসবের মধ্যে তৃণমূলের পুরুলিয়ার জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, ভীম তিওয়ারি তৃণমূলের কোনও পদে নেই। ভীম তৃণমূল করেন কীনা, তাও নাকি স্থানীয় নেতৃত্বই বলতে পারবে। যদিও তপন খুনের পর এই ভীমের বিরুদ্ধেই অভিযোগ তোলেন পূর্ণিমা কান্দু।

Tapan KanduPuruliaCongress

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের