বাড়ছে তাপমাত্রা। তারই মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার সারলেন উত্তর কলকাতার BJP প্রার্থী তাপস রায় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। একটি হুড খোলা গাড়িতে চেপে ৫০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করেন তাপস রায়। অন্যদিকে শিবমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
প্রচারে নেমেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও তাপস রায় সম্পর্কে কোনও মন্তব্য করেননি। একই সঙ্গে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়েও খোঁচা দেন কেন্দ্রকে।
অন্যদিকে ৫০ নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন তাপস রায়। তিনি ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।