বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) ভরাডুবির পর বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) । বিজেপির রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন । তাঁর মন্তব্য বারবার দলকে অস্বস্তিতে ফেলেছে । দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । এসবের মধ্যেও ফের বিস্ফোরক মন্তব্য তথাগত-র । দলের বিরুদ্ধে আরও একবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি ।
নাম না করে কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কটাক্ষ করে তথাগত-র টুইট, "সে ভেগেছে, না বললে এখনও দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যান্সার ধরেছে । যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন এবং কেমোথেরাপি অত্যাবশ্যক । না হলে রোগী বাঁচবে না । এইটুকু বলে বিদায় নিচ্ছি । যা ভালো বোঝো কর, আশীর্বাদ রইল ।" উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কৈলাস বিজয়বর্গীয়কে সেভাবে দেখা যায় না । বলতে গেলে, একপ্রকার বেপাত্তা তিনি ।
আরও পড়ুন, Madan Mitra new Music Video: 'ওহ লাভলি', পার্ট টু নিয়ে হাজির 'কালারফুল বয়' মদন মিত্র
তবে 'বিদায়'শব্দটি উল্লেখ করে কী বোঝাতে চাইলেন তথাগত ? তিনি কি বিজেপি ছাড়ছেন অবশেষে ? এ সম্বন্ধে দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ "উনি আর কতবার বিদায় নেবেন!"
বিজেপির এই বর্ষিয়ান নেতা গত বিধানসভা ভোটে খারাপ ফলের জন্য কামিনী–কাঞ্চনের কথা উল্লেখ করেছিলেন। সেইসঙ্গে তিনি অভিযোগ জানিয়েছিলেন, টাকার বিনিময়ে বহু তারকাকে প্রার্থী করেছে বিজেপি । শুধু 'কামিনী কাঞ্চন' নয় । বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি বাংলায় যতবার পরাজিত হয়েছে, ততবার এই বর্ষীয়ান নেতার মুখে কখনও ফিটার মিস্ত্রি, কখনও আবার বেবুন, দলের বিরুদ্ধে এধরনের ব্যাঙ্গাত্মক শব্দ শোনা গিয়েছে । তাঁর বিরুদ্ধাচরণের জন্য দলের নেতাদের সমালোচনার মুখে পড়লেও, নিজের অবস্থানে অনড় থেকেছেন বরাবর ।