কলকাতায় ফের অফিস টাইমে মেট্রোয় (Kolkata Metro) বিভ্রাট। একটি কামরার একটি দরজা খোলা রেখেই গন্তব্যের দিকে ছুটেছিল মেট্রো। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কারও কোনও ক্ষতি হয়নি।
বুধবার সকাল ৯টা ২৯ মিনিটে কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় (Dum Dum Metro Station) ঘটনাটি ঘটে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কুদঘাট থেকে কালীঘাট স্টেশন পর্যন্ত ট্রেনের সামনের দিকের একটি কামরার একটি দরজা খোলা ছিল। তখন কামরায় যথেষ্ট ভিড় ছিল। এর ফলে যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়।
LPG cylinder price hike : কলকাতায় দাম ১০৭৯ টাকা, সিলিন্ডার পিছু ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের
খবর পেয়ে আরপিএফ (RPF) এবং মেট্রোর ইঞ্জিনিয়াররা দ্রুত ব্যবস্থা নেন। তাঁরা খোলা দরজাটির সামনে গার্ড করে দাঁড়িয়ে পড়েন যাতে যাত্রীরা ভুলবশত সেদিকে না যান। কালীঘাট স্টেশনে পৌঁছনোর পর দরজাটি বন্ধ করা সম্ভব হয়। পরবর্তীতে নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছায় মেট্রো (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দরজা বন্ধ হতে সমস্যা হয়েছিল।