প্রাথমিক শিক্ষক দুর্নীতি(Primary Teacher recruitment Scam) যেন প্যান্ডোরার বাক্স। যতদিন এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে চলেছেন নিয়োগ দুর্নীতি নিয়ে সরব মামলাকারীরা। আগামী শুনানিতে তাঁরা আদালতকে(Calcutta High Court) জানাতে চলেছেন, পর্ষদ এক নাবালককেও শিক্ষকের চাকরির পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল এবং তাকে নিয়োগপত্রও দেয়।
ওই চাকরিপ্রার্থী পরীক্ষায় অকৃতকার্য হলেও পর্ষদ তাকে ২০১৭ সালে প্রাথমিকের শিক্ষক(WBTET Scam) হিসেবে কাজ শুরু করার নিয়োগপত্র দেয় বলে অভিযোগ। মামলাকারীদের বক্তব্য, যে নিজেই এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি, তাকেও স্কুলে পড়ানোর দায়িত্ব দিয়েছিল পর্ষদ। মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পরবর্তী শুনানিতেই তাঁরা বিষয়টি আদালতের(Calcutta High Court) নজরে আনবেন।
আরও পড়ুন- Calcutta HC on SSC Scam: হাইকোর্টে বড় ধাক্কা এসএসসির, সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ
যে নাবালকের বিরুদ্ধে টেট-এ বসার অভিযোগ, তার বাড়ি পূর্ব বর্ধমান। ২০১৪ সালে যখন সে টেট-এ (WETET Exam 2014) বসে, তখন তার বয়স ছিল ১৬ বছর ৯ মাস। অর্থাৎ তাঁর একাদশ শ্রেণিতে পড়ার কথা। টেট নিয়ে মামলাকারীদের এমনটাই অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, সেই চাকরিপ্রার্থী পরীক্ষায় অকৃতকার্য হলেও ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি তাকে চাকরির নিয়োগপত্রও দেয় পর্ষদ।