জম্মু-কাশ্মীরে(Jammu-Kashmir) এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলার অভিযোগ উঠল জঙ্গীদের বিরুদ্ধে। এর আগেও অন্য রাজ্যের শ্রমিকদের ওপর হামলা চালায় তারা। এবার বেছে বেছে সংখ্যালঘু মানুষদের ওপর হামলার অভিযোগ জঙ্গীদের বিরুদ্ধে। মঙ্গলবার তারা একটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে হামলা চালায়।
সংবাদ সংস্থা পিটিআই(PTI) জানিয়েছে, সোপিয়ান জেলার(Shopian district) সংখ্যালঘু অধ্যুষিত একটি গ্রামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে জঙ্গীরা গুলি চালায়। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হীরপোরা গ্রামের বাইরে নিরাপত্তারক্ষীদের(BSF) একটি বাঙ্কারে জঙ্গীরা(Terrorist) গুলি করে।
এক পুলিশ কর্মকর্তার কথায়, হামলায় কোনও হতাহতের খবর নেই। তবে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, চলতি এপ্রিল মাসে কেন্দ্রশাসিত অঞ্চলে এটি দশম হামলা।
একদিন আগেই পুলওয়ামার(Pulwama Attack) রেলরক্ষী বাহিনীর এক হেড কনস্টেবলকে খুন করে জঙ্গীরা। সেই হামলায় একজন সহকারী উপ-পরিদর্শকও আহত হয়েছেন।