সন্দেশখালি যাওয়ার পথে BJP-র প্রতিনিধি দলের সদস্যদের আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তাঁদের রামপুরে আটকে দেওয়া হয়েছে। এরপর রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পুলিশের সঙ্গে তর্ক বিতর্কও শুরু হয়।
কে কে রয়েছেন?
BJP-র প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পল, অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক সহ অন্যরা। তাঁদের অভিযোগ, সন্দেশখালিতে অত্যাচার চালানো হয়েছে। পুলিশ সব জেনেও চুপচাপ। তাঁদের আরও অভিযোগ, সন্দেশখালিতে বারবার যেতে চাইলে তাঁদের বারবার আটকে দেওয়া হয়েছে।
হাইকোর্টে মামলা শুভেন্দুর
পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবারেও ঢুকতে দেওয়া হয়নি সন্দেশখালিতে। সেকারণে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা।
BJP এবং কংগ্রেসের প্রতিনিধিদল যাওয়ার খবরে সকাল থেকেই সন্দেশখালিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে BJP-র প্রতিনিধিদের তরফে জানানো হয়েছে ৫ জনের বদলে ২জন প্রতিনিধিকে সেখানে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। যদিও সেই আবেদনেও অনুমতি দেওয়া হয়নি।
শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবারেও ঢুকতে দেওয়া হয়নি সন্দেশখালিতে। সেকারণে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা।