রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই কেন্দ্রের থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের একমাত্র বাম সমর্থিত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মূলত পঞ্চায়েত ভোটে ফের ভাঙড় উত্তাল হতে পারে এই আশঙ্কায় তাঁকে এই নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিরাপত্তার ব্যাপারে চিঠি লিখেছিলেন নওশাদ। ওই সূত্রেই দাবি করা হয়েছে বঙ্গ বিজেপির কয়েকজন নেতার সুপারিশেই শনিবার নওশাদের নিরাপত্তা মঞ্জুর করা হয়েছে। এই খবরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে বিজেপির সঙ্গে আইএসএফের আঁতাঁত স্পষ্ট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নিরাপত্তার বিষয়টি দেখে থাকেন অমিত শাহের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সরকারি সূত্রে খবর, এক্ষেত্রেও নওশাদের চিঠি প্রথমে যায় রাইয়ের কাছেই। পরে সরকারি আধিকারিকরা মন্ত্রকের আর এক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও কথা বলেন। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বের উপরেই নাকি ছেড়ে দেন নিশীথ। তবে জানা গিয়েছে, সরকারি অফিসারদের সঙ্গে আলোচনায় নওশাদের নিরাপত্তা নিয়ে সওয়াল করেছেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা।
এদিকে পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে নিরাপত্তা বাড়তে পারে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার।