প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে জট যেন কিছুতেই কাটতে চাইছে না। শুক্রবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। জরিমানা করা হয় একজনের।
Twitter new feature: নতুন ফিচার আনছে টুইটার, কত ভিউ একটা টুইটে, জানা যাবে শীঘ্রই
এর আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬৯ কে জমা দিতে বলা হয়েছিল হলফনামা। শুক্রবার ৫৪ জন হলফনামা জমা দেয় বিচাতপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। তাদের মধ্যে ৫৩ জন উপস্থিত ছিলেন আদালতে, ১ জন ছিলেন অনুপস্থিত। সেই হলফনামা খতিয়ে দেখেই বাতিল করা হয় ৫৩ জনের চাকরি, অনুপস্থিত ১ জনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।